Welcome to the Abdur Razzak Hanafi Blog. This is personal Blog of MD. Abdur Razzak Hanafi.
শুক্রবার, ২৬ মে, ২০১৭
সোমবার, ১৫ মে, ২০১৭
বাংলাদেশের সকল (৬৪) জেলার সরকারি ওয়েবসাইট। -এআরএইচ
বাংলাদেশের সকল (৬৪) জেলার সরকারি ওয়েবসাইট।
শনিবার, ১৩ মে, ২০১৭
বাংলাদেশের সকল বিভাগের ওয়েবসাইট। -এআরএইচ
১। ঢাকা বিভাগ / Dhaka Division
২। চট্টগ্রাম বিভাগ / Chittagong Division
৩। রাজশাহী বিভাগ / rajshahi Division
৪। খুলনা বিভাগ / Khulna Divivision
৫। বরিশাল বিভাগ / Barisal Division
৬। সিলেট বিভাগ / Sylhet Division
৭। রংপুর বিভাগ / Rangpur Division
৮। ময়মনসিংহ বিভাগ / Mymensinghn Division
বৃহস্পতিবার, ৪ মে, ২০১৭
মাত্র ৫০ (পঞ্চাশ) টাকায় টাক সমস্যার সমাধান। -ARH
মাত্র ৫০ (পঞ্চাশ) টাকায় টাক সমস্যার সমাধান।
উপকারিতাঃ
১। টুপি পরার কারণে একটি সুন্নত আদায় হল।
২। এর ফলে আপনি সওয়াবের অধীকারী হলেন।
৩। যারা সুন্নত আদায় করে তারা রাসূলুল্লাহ (সঃ) এর সাথে জান্নাতে থাকবে।
৪। লোকের নিন্দা থেকে বাচা যাবে।
৫। সবশেষে বউয়ের কথা শুনতে হবে না।
তাহলে আর দেরী কেন? যাদের টাক আছে আজই টুপি লাগিয়ে টাক সমস্যার সমাধান করে নিন।
প্রথমেই টাক (ইংরেজি: Baldness) সম্পর্কে কিছু জেনে নেয়া যাক। টাক বলতে চুলের অভাবকে বোঝায়, বিশেষ করে মাথার চুল। মাথার চুল ক্রমাগত হালকা হয়ে যাওয়ার মাধ্যমে সাধারণত টাক হওয়া প্রকাশ পায়। পুরুষের ক্ষেত্রে এটি অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়া বা "পুরুষের টাক" নামে পরিচিত। এটি পরিণত মানুষ ও অন্যান্য প্রজাতিতে দেখা যায়। টাকের পরিমাণ ও বিস্তৃতি অনেক বেশি হতে পারে এবং এক্ষেত্রে নারী ও পুরুষের মধ্যে ভিন্নতা দেখা যায়। মাথার কিছু অংশের চুল পড়ে যাওয়াকেঅ্যালোপেসিয়া এরিয়াটা ও পুরো মাথার চুল পড়ে যাওয়াকে অ্যালোপেসিয়া টোটালিস বলে। চুল পড়ে যাওয়ার আরো একটি মারাত্মক প্রকাশ হচ্ছেঅ্যালোপেসিয়া ইউনিভার্সালিস। এক্ষেত্রে মাথাসহ সমস্ত শরীরের লোম ঝরে যায়।
টাক বা চুল পরে যাওয়ার পিছনে জিন দায়ী। এটি বংশগত। অর্থাৎ বংশে যদি কারো টাক থাকে তাহলে এটিকে এড়িয়ে যাবার কোনও সুযোগ নেই।
বর্তমানে অনেক পাইকারি চিকিৎসক বলছে টাক সমাধান করে মাথায় চুল গজানো যায় খুব সহজেই। এটি একেবারে মিথ্যা কারণ সহজ ভাবে এই সমস্যার সমাধানে নতুন করে চুল গজানোর কাজটি করা সম্ভব নয় এই জন্যে যে এটি জিন দ্বারা নিয়ন্ত্রত।
তবে খুব সহজেই মাত্র ৫ মিনিটে এবং ২০ -৫০ টাকায় টাক সমস্যার সমাধান করা সম্ভব। চিন্তা করছেন কিভাবে? তাহলে বলছি, বাজারে গিয়ে একটি টুপি কিনুন আর মাথায় পরে নিন। ব্যাস হয়ে গেল সমাধান। আপনার টাক আর দেখা যাবে না। অল্প সময়ে অল্প টাকায় টাক সমস্যার সমাধান পেয়ে গেলেন।
১। টুপি পরার কারণে একটি সুন্নত আদায় হল।
২। এর ফলে আপনি সওয়াবের অধীকারী হলেন।
৩। যারা সুন্নত আদায় করে তারা রাসূলুল্লাহ (সঃ) এর সাথে জান্নাতে থাকবে।
৪। লোকের নিন্দা থেকে বাচা যাবে।
৫। সবশেষে বউয়ের কথা শুনতে হবে না।
তাহলে আর দেরী কেন? যাদের টাক আছে আজই টুপি লাগিয়ে টাক সমস্যার সমাধান করে নিন।