বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭

জেনে নিন হার্ট অ্যাটাক কী? হার্ট অ্যাটাকের লক্ষণ, করণীয় ও প্রতিরোধ। -এআরএইচ

হার্ট অ্যাটাক (Heart Attack) কী? হার্ট অ্যাটাকের লক্ষণ, করণীয়, প্রতিরোধ। 


পর্যাপ্ত অক্সিজেন -সমৃদ্ধ রক্ত সরবরাহের অভাবে কার্ডিয়াক পেশির ধ্বংস বা মরে যাওয়াকে হার্ট অ্যাটাক বলে। করোনারি ধমনির অন্তর্গাত্রে উচ্চ মাত্রার কোলেস্টেরল জমে ধমনির অন্তঃস্থ গহ্বর বন্ধ হয়ে গেলে হৃৎপেশিতে পুষ্টি ও অক্সিজেন সমৃদ্ধ রক্তের সরবরাহ বন্ধ হয়ে যায়, ফলে হৃৎপেশি ধ্বংস বা মরে যায় এবং হার্ট অ্যাটাকের মতো মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়। হার্ট অ্যাটাকের অপর নাম মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন (Myocardial Infraction)

হার্ট অ্যাটাকের লক্ষণঃ
করোনারি ধমনিতে কোলেস্টেরল জাতীয় পদার্থ জমা হওয়া থেকে হার্ট অ্যাটাকে পরিসমাপ্তি হওয়া পর্যন্ত অনেক দিন অতিবাহিত হয়। এ সময়ের ভেতরে বিভিন্ন লক্ষণের মধ্যে নিম্নবর্ণিত লক্ষণগুলো বেশি গুরুত্বসহকারে বিবেচনা করা হয়।
বুকে অস্বস্তিঃ বুকের ঠিক মাঝখানে অস্বস্তি হওয়া যা কয়েক মিনিট থাকে, চলে যায় আবার ফিরে আসে। বুকে অসহ্য চাপ, মোচড়ান, আছড়ান বা ব্যথা অনুভূত হয়।

ঊর্ধ্বাঙ্গের অন্যান্য অংশে অস্বস্তিঃ এক বা উভয় বাহু, পিঠ, গলা, চোয়াল বা পাকস্থলির উপরের অংশে অস্বস্তি বা ব্যথা অনুভব।

ঘন ঘন নিঃশ্বাস -প্রশ্বাসঃ
বুকে অস্বস্তির সময় ঘন ঘন নিঃশ্বাস -প্রশ্বাস ঘটে। অনেক সময় বুকে অস্বস্তি হওয়ার আগেও এমন অবস্থা দেখা দিতাম পারে।

বমি -বমি ভাবঃ পাকস্থলিতে অস্বস্তির সাথে বমি -বমি ভাব, বমি হওয়া, হঠাৎ মাথা ঝিমঝিম করা অথবা ঠাণ্ডা ঘাম বেরিয়ে যাওয়া।

ঘুমে ব্যাঘাতঃ ঘুমে ব্যাঘাত ঘটা, নিজেকে শক্তিহীন বা শ্রান্ত মনে হওয়া।
উল্লেখিত লক্ষণগুলোর দু একটি সবার মধ্যেই দেখা যায়। তার অর্থ এই নয় যে, সবাই হার্টা অ্যাটাকে আক্রান্ত। একই লক্ষণ সবার মধ্যে দেখা যায় না, শারীরিক গড়ন, বয়সভেদে লক্ষণের হেরফের হয়। তবে লক্ষণগেলো তাদের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ যারা -
উচ্চ রক্ত চাপের রোগী, রক্তে উচ্চমাত্রার কোলেস্টেরল সম্পন্ন, ধূমপায়ী, ডায়াবেটিক রোগী, কম শারীরিক প্ররিশ্রমকারী, স্যাচুরেটেড চর্বি, কোলেস্টেরল ও সোডিয়াযুক্ত অস্বাস্থ্যকর খাবার গ্রহণকারী, অতি ওজন ও স্থূলতা সম্পন্ন, ৪৫ বছর বয়স্ক পুরুষ বা ৫৫ বছর বয়স্ক নারী ইত্যাদি।

হার্ট অ্যাটাকে করণীয়ঃ
হার্ট অ্যাটাকের লক্ষণ ও উপসর্গের প্রকাশ ঘটে খুব তাড়াতাড়ি। তবে কখনওবা কয়েক ঘন্টা, কয়েকদিন বা সপ্তাহ লেগে যায়।
লক্ষণের ধরণগুলো জানা না থাকলে নিজে বা কারও সাহায্য নিয়ে দ্রুত হৃৎচিকিৎসকের কাছে পৌছাতে হবে। যত তাড়াতাড়ি সাহায্য পাওয়া যাবে, হৃৎপিণ্ডের ক্ষতিও হবার তত কম। লক্ষণ -উপসর্গ, পারিবারিক ইতিহাস ও চেকআপের ফলাফল দেখে চিকিৎসক প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। হৃৎরোগীদের পরিবার, বন্ধু ও সহকর্মীদের সহমর্মিতা অত্যন্ত জরুরি। 

প্রতিরোধঃ 
হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে স্বাস্থ্যসম্মত খাদ্য -পানীয় প্রয়োজন। ঋতুকালীন টাটকা ফল ও সবজি খেতে হবে। চর্বি ও কোলেস্টেরলযুক্ত খাবার খাওয়া যাবে না। বডি মাস ইন্ডেক্স (Body Mass Index, BMI) মেনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে। সঠিক ওজন, রক্তে কোলেস্টেরলের মাত্রা ও রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে নিয়মিত ব্যায়াম যেমন প্রতিদিন ৩০ মিনিট হাটা ইত্যাদি নিয়মিত করতে হবে। ধূমপায়ী হলে অবশ্যই ধূমপান ত্যাগ করতে হবে। অধূমপায়ী হলে ধূমপান না করার প্রতিজ্ঞা করতে হবে। শুধু হৃৎরোগ নয়, অনেক অসুখের মূলে রয়েছে অ্যালকোহল গ্রহণ। জীবনাভ্যাসে অ্যালকোহল নিষিদ্ধ রাখতে হবে। কোলেস্টেরল, রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে। চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী নিয়মিত ওষুধ চালিয়ে যেতে হেব বা বন্ধ. করতে হবে। বছরে অন্তত একবার (সম্ভব হলে দুবার) সমগ্র দেহ চেকআপের ব্যবস্থা করতে হবে। 

মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭

বাংলাদেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম, ঠিকানা ও ওয়েবসাইট। -এআরএইচ

বাংলাদেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম, ঠিকানা ও ওয়েবসাইট।

Private university logo


দেশের মোট বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৯৫টি। যেগুলো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অনুমোদন দিয়েছে। সেসকল বিশ্ববিদ্যালয়ের নাম, ঠিকানা ও ওয়েবসাইট।

SL.Name of UniversityWebsite
1.Ahsanullah University of Science and Technologywww.aust.edu
2.American International University-Bangladeshwww.aiub.edu
3.Anwer Khan Modern University (Academic programs have not yet started.)
4.Army University of Engineering and Technology (BAUET), Qadirabadwww.bauet.ac.bd
5.Army University of Science and Technology(BAUST), Saidpurwww.baust.edu.bd
6.ASA University Bangladeshwww.asaub.edu.bd
7.Asian University of Bangladeshwww.aub.edu.bd
8.Atish Dipankar University of Science & Technologywww.adust.edu.bd
9.Bangladesh Army International University of Science & Technology(BAIUST) ,Comillawww.baiust.edu.bd
10.Bangladesh Islami Universitywww.biu.ac.bd
11.Bangladesh Universitywww.bu.edu.bd
12.Bangladesh University of Business & Technologywww.bubt.ac.bd
13.Bangladesh University of Health Scienceswww.buhs.ac.bd
14.BGC Trust University Bangladeshwww.bgctub-edu.net
15.BGMEA University of Fashion & Technology(BUFT)www.buft.edu.bd
16.BRAC Universitywww.bracu.ac.bd
17.Britannia University 
18.Canadian University of Bangladeshwww.cub.edu.bd
19.CCN University of Science & Technologywww.ccnust.edu.bd
20.Central University of Science and Technology (Academic programs have not yet started)
21.Central Women's Universitywww.cwu.edu.bd
22.Chittagong Independent Universitywww.ciu.edu.bd
23.City Universitywww.cityuniversity.edu.bd
24.Cox's Bazar International Universitywww.cbiu.ac.bd
25.Daffodil International Universitywww.daffodilvarsity.edu.bd
26.Dhaka International Universitywww.diu.ac
27.East Delta Universitywww.eastdelta.edu.bd
28.East West Universitywww.ewubd.edu
29.Eastern Universitywww.easternuni.edu.bd
30.European University of Bangladeshwww.eub.edu.bd
31.Exim Bank Agricultural University, Bangladeshwww.ebaub.edu.bd
32.Fareast International Universitywww.fiu.edu.bd
33.Feni Universitywww.feniuniversity.edu.bd
34.First Capital University of Bangladeshwww.fcub.edu.bd
35.German University Bangladeshwww.gub.edu.bd
36.Global University Bangladeshwww.globaluniversity.edu.bd
37.Gono Bishwabidyalay www.gonouniversity.edu.bd
38.Green University of Bangladeshwww.green.edu.bd
39.Hamdard University Bangladeshwww.hamdarduniversity.edu.bd
40.IBAIS University www.ibaisuniv.edu.bd
41.Independent University, Bangladeshwww.iub.edu.bd
42.International Islamic University Chittagongwww.iiuc.ac.bd
43.International University of Business Agriculture & Technologywww.iubat.edu
44.Ishakha International University, Bangladeshwww.ishakha.edu.bd
45.Khwaja Yunus Ali Universitywww.kyau.edu.bd
46.Leading Universitywww.lus.ac.bd
47.Manarat International Universitywww.manarat.ac.bd
48.Metropolitan Universitywww.metrouni.edu.bd
49.N.P.I University of Bangladeshwww.npiub.edu.bd
50.North Bengal International Universitywww.nbiu.edu.bd
51.North East University Bangladeshwww.neub.edu.bd
52.North South Universitywww.northsouth.edu
53.North Western Universitywww.nwu.edu.bd
54.Northern University Bangladeshwww.nub.ac.bd
55.Northern University of Business & Technology, Khulnawww.nubtkhulna.ac.bd
56.Notre Dame University Bangladeshwww.ndub.edu.bd
57.Port City International Universitywww.portcity.edu.bd
58.Premier Universitywww.puc.ac.bd
59.Presidency Universitywww.presidency.edu.bd
60.Prime Universitywww.primeuniversity.edu.bd
61.Primeasia Universitywww.primeasia.edu.bd
62.Pundra University of Science & Technologywww.pundrouniversity.edu.bd
63.Queens University
64.Rabindra Maitree University, Kushtia (Academic programs have not yet started)
65.Rajshahi Science & Technology University (RSTU), Natorewww.rstu.edu.bd
66.Ranada Prasad Shaha Universitywww.rpsu.edu.bd
67.Royal University of Dhakawww.royal.edu.bd
68.Rupayan A.K.M Shamsuzzoha University (Academic programs have not yet started)
69.Shanto-Mariam University of Creative Technologywww.smuct.edu.bd
70.Sheikh Fazilatunnesa Mujib Universitywww.sfmuniversity.org
71.Sonargaon Universitywww.su.edu.bd
72.Southeast Universitywww.seu.ac.bd
73.Southern University Bangladesh www.southern.edu.bd
74.Stamford University Bangladeshwww.stamforduniversity.edu.bd
75.State University of Bangladeshwww.sub.edu.bd
76.Sylhet International University www.siu.edu.bd
77.Tagore University of Creative Arts, Keranigonj, Bangladesh (Academic programs have not yet started)
78.The International University of Scholarswww.ius.edu.bd
79.The Millennium Universitywww.themillenniumuniversity.edu.bd
80.The People's University of Bangladesh www.pub.ac.bd
81.The University of Asia Pacificwww.uap-bd.edu
82.Times University, Bangladeshwww.times.ac.bd
83.United International Universitywww.uiu.ac.bd
84.University of Creative Technology, Chittagong
85.University of Development Alternativewww.uoda.edu.bd
86.University of Global Villagewww.ugv.edu.bd
87.University of Information Technology & Scienceswww.uits.edu.bd
88.University of Liberal Arts Bangladeshwww.ulab.edu.bd
89.University of Science & Technology Chittagong www.ustc.edu.bd
90.University of South Asiawww.southasia-uni.org
91.Uttara Universitywww.uttarauniversity.edu.bd
92.Varendra Universitywww.vu.edu.bd
93.Victoria University of Bangladeshwww.vub.edu.bd
94.World University of Bangladeshwww.wub.edu.bd
95.Z.H Sikder University of Science & Technologywww. zhsust.edu.bd