মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০১৯

এসকর্ট সার্ভিস কী? -এআরএইচ

এসকর্ট কী?

যৌনতা বা যৌনকর্মী এই শব্দটির সাথে সবাই পরিচিত। এই শব্দ শুনলেই আমরা নিচু শ্রেণির কিছু খারাপ লোক বুঝি। কিন্তু বর্তমানে এই বাংলার কিছু ইংরেজি প্রতিশব্দ ব্যবহার করছে। আর এই শব্দ ব্যবহার করছে সমাজের উচু শ্রেণির মানুষ। এসকর্ট ইংরেজি শব্দ। যার অর্থ সহচর। সাম্প্রতিক সময়ে এই এসকর্ট সার্ভিস এর নামে ঢাকা শহরের ভিভিন্ন এলাকাতে জমে ওঠেছে রমরমা দেহ ব্যবসা,আর এই ব্যবসায় যুক্ত হয়েছেন অনেক নামী তারকারা। শুধু এরাই নয় এর সাথে জড়িত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষিত তরুনী। যারা বিভিন্ন প্লাটফর্মের মাধ্যমে খদ্দের জোগাড় করে। এদের চাহিদাও প্রচুর। সাধারণত তারা ধনীদের দিকেই নজর দেয় আর এদের টাকার চাহিদাও প্রচুর। এক রাতে কারো সাথে থাকলে গুণতে হয় ৬ থেকে ২০ হাজার টাকা। যেহেতু এটা উচ্চ শ্রেণীর লোকজন বেশি করে তাই সাধারণ লোকজন কম জানতে পারে।

এসকর্ট সার্ভিসে শুরু মেয়েরাই নয় এই দেহব্যবসার সাথে জড়িত পুরুষরাও। এদের বয়স সাধারণত ২৫ থেকে ৩৫ হয়। এটা দেখতে সুদর্শন। এরা ব্যবসায়ী উচ্চ বিলাসী নারীদের বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে তাদের ফ্ল্যাটে চলে যায় রাত শেষে ১০ থেকে ১২ হাজার টাকা নিয়ে আসে। এরা বেশিরভাগ ভুয়া ফেসবুক একাউন্ট করে মেয়েদের আকর্ষণ করে নানা পোষ্টর মাধ্যমে এরপর যোগাযোগ হয় হুয়াটর্সআপে। পরে নির্দিষ্ট জায়গায় দেখা করতে বলা হয় এবং সেখান থেকেই রাত্রি যাপনের জায়গায়। একসময় নিছক টাকার জন্য করা হলেও এখন অনেক বিলাসীতার জন্য এসব অন্ধকার রাস্তায় চলাফেরা করে। সাম্প্রতিক সময়ে এসকর্ট সদস্য পুলিশের হাতে ধরা পরায় এসব তথ্য জানা গেছে।
সূত্রঃ অনলাইন 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।