অন্য ভাষায় পড়ুন
জন্মঃ এপ্রিল ১৭, ১৯৯৫
মালঞ্চ,
মানিকগঞ্জ, বাংলাদেশ
মৃত্যুঃ ২০..
মৃত্যর কারণঃ
সমাধিস্থলঃ প্রয়োজন নেই।
ছদ্মনামঃ প্রয়োজন নেই।
পেশাঃ ছাত্র, ব্লগার, উদ্যোক্তা।
ভাষাঃ বাংলা।
জাতিঃ বাঙালি।
নাগরিকত্বঃ বাংলাদেশী।
ধর্মঃ ইসলাম
সম্প্রদায়ঃ সুন্নি
মাযহাবঃ হানাফি
মূল আগ্রহঃ ইলমে তাসাউফ, বিজ্ঞান, ইতিহাস, হাদিস।
সুফি তরিকাঃ চিশতিয়া, কাদেরিয়া।
আন্দোলনঃ অপ্রাসঙ্গিক।
শিক্ষায়তনঃ জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়
পুরস্কারঃ প্রয়োজন নেই।
দাম্পত্যসঙ্গিঃ অপেক্ষমান
আত্মীয়ঃ শেখ পরিবার।
যাদের দ্বারা প্রভাবিত হয়েছেনঃ ড. মনযরুল ইসলাম ছিদ্দিকী
ওয়ালিউল্লাহ আশেকি আল ক্বাদেরি
হাবিবুল্লাহ আল ক্বাদেরি আল বাগদাদী
ড. এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী
যাদের প্রভাবিত করেছেনঃ
ওয়েবসাইটঃ নিজস্ব ওয়েব
স্বাক্ষর
শেখ মুহাম্মদ আবদুর রাজজাক হানাফী (আরবিঃ السيخ محمد عبد الرزاق حنفى, ইংরেজিঃ Sheikh Muhammad Abdur Razzak Hanafi)
জন্ম ও শিক্ষা
১৯৯৫ সালের ১৭ই এপ্রিল, বাংলাঃ ৪ঠা বৈশাখ সোমবার, মানিকগঞ্জ সদর উপজেলার মালঞ্চ গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তারা সম্ভ্রান্ত শেখ বংশীয় ছিলেন। তার পিতা বর্তমানে ব্যাবসায়ী। তার মা একজন গৃহিণী। তারা এক ভাই ও এক বোন। দুই ভাই বোনের মধ্যে তিনিই ছোট।
শিক্ষাজীবন শুরু হয় মক্তবে পড়ার মধ্যে দিয়ে। পরে মানিকগঞ্জ সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি বেসরকারি একাডেমি থেকে প্রাথমিক শিক্ষা লাভের পর মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (দাখিল ও আলিম), সরকারি দেবেন্দ্র কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা লাভ করেন। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স (B.Sc in Zoology) এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে ফাযিল বিটিআইএস (পাস) পড়াশুনা করছেন। এছাড়াও তিনি ইতকান ইন্টান্যাশনাল স্কুল এর মহাপরিচালক হিসেবে দায়িত্বরত রয়েছেন।
"পৃথিবীকে এতটা উপভোগের বস্তু মনে হত না,
যদি পৃথিবীতে মানুষ আজীবন বসবাস করত"।
০৫:১১, ৪ মে ২০১৭ তারিখে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।