বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭

মানিকগঞ্জ দরবার শরিফের তিনদিন ব্যাপি সবক মাহফিল শুরু। -এআরএইচ

মানিকগঞ্জ দরবার শরিফের তিনদিন ব্যাপি সবক মাহফিল শুরু।

গতকাল (১৫.৩.২০১৭) বাদ যোহর উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয় এবারের ছবক মাহফিল। 
১৫ তারিখ হতে শুরু হওয়া মাহফিল চলবে ১৭ মার্চ পর্যন্ত। শনিবার সকালে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে এবারের ছবক মাহফিল।



মাহফিল পরিচালনা এবং দোয়া করববেন -
অন্যতম চিকিৎসা বিজ্ঞানী পীরে কামেল ও মুকম্মেল আলহাজ্ব হযরত মাওলানা ড. মুহাম্মদ মনযুরুল ইসলাম ছিদ্দিকী। শায়েখ, তালিমে ইসলাম মানিকগঞ্জ দরবার শরিফ। 

শুক্রবার, ৩ মার্চ, ২০১৭

জেনে নিন হার্ট ফেলের কারণ ও এর থেকে বাঁচার উপায়। -এআরএইচ

Heart Failure
হার্ট ফেউলিউর 


হৃৎপিণ্ড যখন দেহের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত রক্তের যোগান দিতে পারে না তখন এ অবস্থাকে হার্ট ফেইলিউর বলে। অনেক সময় হৃৎপিণ্ড রক্তে পরিপূর্ণ না হতে পারায়, কখনওবা হৃৎপ্রাচীরের যথেষ্ট শক্তি না থাকায় এমনটি হতে পারে। কিছু ক্ষেত্রে উভয় সমস্যাই একসঙ্গে দেখা যায়। অতএব হার্ট ফেইলিউর মানে হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেছে বা থেমে যাওয়ার উপক্রম হয়েছে তা নয়। তবে হার্ট ফেইলিউরকে হৃৎপিণ্ডের একটি মারাত্মক অবস্থা বিবেচনা করে সুচিকিৎসার কথা বলা হয়েছে। 

হার্ট ফেইলিউরের কারণঃ

করোনারি ধমনির অন্তঃস্থ গাত্রে কোলেস্টেরল জমে ধমনির গহ্বর সংকীর্ণ করে দিলে হৃৎপ্রাচীর পযার্প্ত অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহ থেকে বঞ্চিত হয়। কালান্তরে হার্ট ফেইলিউর ঘটে। উচ্চ রক্তচাপ বেশি দিন স্থায়ী হলে ধমনির অন্তঃস্থ প্রাচীরের কোলেস্টেরল জমার সমূহ সম্ভাবনা থাকে। ফলে রক্ত চলাকালে বাধাগ্রস্ত হয় এবং হৃৎপিণ্ড দুর্বল হয়ে পড়ে। ডায়াবেটিস হলে দেহ পর্যাপ্ত ইনসুলিন উৎপাদন বা সঠিক ভাবে ব্যবহারও করতে পারে না। এ কারণে ধীরে ধীরে হৃৎপেশি ও হৃৎপিণ্ডের বাটিকাগুলো দুর্বল হয়ে পড়ে, ফলে হার্ট ফেইলিউর ঘটে। হৃৎপিণ্ড জন্মগত বা সংক্রমণজনিত কারণে হার্ট ফেইলিউর ঘটতে পারে।

হার্ট ফেইলিউরের কারণঃ

  • সক্রিয়, নিষ্ক্রিয় এমনকি ঘুমের মধ্যেও শ্বাসকষ্টে ভোগা এবং ঘুমের সময় মাথার নিচে দুটি বালিশ না দিলে শ্বাসকষ্ট বেড়ে যায়।
  • সাদা বা গোলাপি রঙের রক্তমাখা মিউকাসসহ স্থায়ী কাশি বা ফোঁস ফোঁস করে শ্বাস-প্রশ্বাস।
  • শরীরের বিভিন্ন জায়গায় টিস্যুতে তরল জমে ফুলে উঠে।
  • পাকস্থলী সব সময় ভরা মনে হয় কিংবা বমি ভাব থাকে।
  • কাজ -কর্ম, চলনে অসামঞ্জস্য এব স্মৃতিহীনতা প্রকাশ পায়।
  • হৃৎস্পন্দন এত দ্রুত হয় মনে হবে যেন হৃৎপিণ্ড এক প্রতিযোগিতায় নেমেছে।
হার্ট ফেইলিউরের প্রতিকার
  1. জীবনযাপন পদ্ধতির পরিবর্তনঃ স্বাস্থ্যসম্মত আহার হচ্ছে রোগীদের প্রধান অবলম্বন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাদ্য তালিকা দেখে নিয়মিত সুষম পানাহার করা উচিত।
  2. ঔষধ গ্রহণঃ হার্ট ফেইলিউরের ধরন দেখে চিকিৎসক যে সব ঔষধ নির্বাচিত করবেন নিয়মিত তা সেবন করতে হবে এবং নিষিদ্ধ সময় পর্যন্ত অব্যাহত রাখতে হবে।
  3. অন্যান্য চিকিৎসা চালিয়ে যাওয়াঃ হার্ট ফেইলিউর যেন খারাপের দিকে মোড় না নেয় সেদিকে দৃষ্টি রেখে বিভিন্ন শারীরিক অব্যাবস্থাপনা সারিয়ে তুলতে হবে বা নিয়ন্ত্রণ রাখতে হবে। 

বৃহস্পতিবার, ২ মার্চ, ২০১৭

কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহর দরবারে -হানাফী

بسم الله الرحمن الرحم 

পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি

الحمد لله رب العالمين والعاقبة للمتقين - والصلوة على رسوله محمد واله والصحابه اجمين 

পরম করুণাময় অতিশয় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সমস্ত প্রশংসা ঐ আল্লাহর জন্য নিবাদন করছি, যিনি সমস্ত জাহানের প্রতিপালক। আর যাবতীয় শুভ পরিণতি কেবল মুত্তাকীদের জন্য নির্ধারিত। আর দরুদ ও সালাত তার হাবীব হায়াতুন্নবী সল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম তার পরিবারবর্গ এবং সাহাবিগণ (রাদিআল্লাহু আনহুমসকলের প্রতি বর্ষিত হোক। 

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

রোজা থেকে হস্তমৈথুন করার হুকুম

রোজা থেকে কী হস্তমৈথুন করা যাবে? রোজা থেকে বা রোজা না থেকে অর্থাৎ কোনো সময়ের জন্যই হস্তমৈথুন করা জায়েজ নয়।  রোজা থেকে কেউ যদি হস্তমৈথুন করে ...