দেশের আইন কেন এতো বৈষম্যমূলক? -এআরএইচ
সংসদীয় গণতন্ত্র বলতে বুঝি এমন একটি আইন ব্যবস্থা যে, দেশের (নির্দিষ্ট এলাকার) মানুষ তাদের প্রতিনিধি হিসেবে একজন ব্যক্তিকে সংসদে পাঠাবে। আর তিনি মহান সংসদে দেশের কল্যাণে, মানুষের কল্যাণে আইন প্রণয়ন করবেন। আমাদের দেশের সাংসদ মানে আমরা বুঝি রাস্তা -ঘাট, অবকাঠামো উন্নয়ন ইত্যাদি। এসব কাজ যদি সাংসদদের হয় তবে সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ এসবের কাজ কী?
পাঠক! আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৯৯০ সালের পর এটাই প্রথম কোন দলীয় সরকারের অধীনে অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে। তবে কতটা অবাধ, নিরপেক্ষ নির্বাচন হবে তা নিয়ে জনমনে যথেষ্ট প্রশ্ন রয়েছে। তবে আমি আশাবাদী সরকার শেষমেষ একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচন করার ব্যাপারে সব রকম সহযোগিতা করবে।
ভোটের আর মাত্র কয়েকদিন বাকি। নিবন্ধিত দলগুলো তাদের মনোনিত প্রার্থী দিয়েছেন। প্রার্থীরা তাদের নিজ নিজ এলাকায় গণসংযোগেও নেমেছেন। নির্বাচন কমিশনের গণপ্রতিনিধিত্ব আইনে বলা হয়েছে -কোন ব্যক্তি যদি লাভজনক পদে থাকে তবে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। আমি এটাকে স্বাগত জানাই। তবে একটি কথা হলো একাদশ জাতীয় সংসদ নির্বাচন এই আইনের সাথে কতটা সাংঘর্ষিক?
পাঠক! লক্ষ্য করুন, নির্বাচনে সংসদ বহাল রয়েছে অর্থাৎ সকল সাংসদ তারা তাদের লাভজনক পদে বহাল রয়েছেন। এখন লাভজনক পদে থেকে তারা কিভাবে নির্বাচন করছেন? পাঠক মনে এটি আমার প্রশ্ন।
যদি সমান সুযোগ -সুবিধার কথা বলি তাহলে সাংসদরা যদি তারা তাদের পদে থেকে নির্বাচন করতে পারে তবে সিটি কর্পোরেশন মেয়র, পৌর মেয়র, জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেয়া উচিত।
২.
সম্মানিত পাঠক মহল! আপনারা ইতিমধ্যে জেনেছেন গাইবান্ধা -৩ এর ঐক্যফ্রন্ট প্রার্থী ও জাতীয় পার্টির (কাজী জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. ফজলে রাব্বী ইন্তিকাল করছেন। তার মৃত্যুতে ইসি সচিব জানিয়েছেন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ আসনটি ৩০ ডিসেম্বরের পর পুনঃতফসিল করা হবে।
পাঠক লক্ষ্য করুন, তফসিল ঘোষণার পর মনোনয়ন জমা দেয়া ও বৈধ হবার পর যদি কোন প্রার্থী মারা যায় তবে সে আসনের ভোট গ্রহণ স্থগিত থাকবে এবং পরে তা পুনঃতফসিল করা হবে। এখন প্রশ্ন হলো ইসি কর্তৃক মনোনয়ন বৈধ হবার পর নির্বাচনের মাত্র কয়েকদিন আগে হাইকোর্ট কর্তৃক যাদের মনোনয়ন বাতিল হয়েছে তাদের নির্বাচনী এলাকায় কেন ভোট গ্রহণ স্থগিত হবে না? কনে পনুঃতফসিল হবে না? পাঠক মনে এটি আমার প্রশ্ন।
পাঠক! আরও উদাহরণ দেয়া যাবে যেখানে আমার মনে হয় কেন যেন আইন বৈষম্যমূলক। আইন সংশোধন করা উচিত সকলের সমান সুযোগ নিশ্চিত করতে।
(লেখাটি কাউকে উদ্দেশ্যে, কাউকে সুবিধা দিতে /নিতে লেখা হয়নি।)