Hamd

তুমি রহমান, তুমি মেহেরবান


তুমি রহমান, তুমি মেহেরবান
অন্ধ গাহেনা শুধু তোমারি গুনগান
বুঝেও বুঝেনা তব শান।।

জনম জনম যদি গাহি
তোমারি করুণা গাওয়া
শেষ হবে নাহি।
ভরেও ভরে না যেন
সাহার এ প্রাণ।।

তোমারি করুণা ঘেরা
সারা দুনিয়া
সেকথা ভাবেন শুধু
বধির হিয়া।
কখনও তোমারে যদি ভুলি
হেদায়াতের আলো দিয়ে
নিও কাছে তুলি।

ঠাই দিও প্রিয়তম
ওগো দয়াবান।।
__________________________________

রোজ বিহানে একটা পাখি


রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে
সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে।

দিকে দিকে সে সূর তোলে সারা
ঘুম ভেঙ্গে যায় সে সূর শুনে জাগে ঘুমের পাড়া
রঙ্গিন আলো ছড়িয়ে পড়ে তখন শাঁখে শাঁখে।।

ফুলে ফুলে রঙ্গিন রেণু ওড়ে
মৌমাছিরা তখন শুধু ঘোড়ে
গুণ গুনিয়ে তখন সে যে গায়তে শুধু থাকে।।

ভোরের বাতাস পাতায় পাতায় নাচে
পাপড়ি ঝোরে ঘাস ফুলেদের কাছে
ঘাসে ঘাসে ফুলের রেণু চতুর্দিকে মাখে।।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

রোজা থেকে হস্তমৈথুন করার হুকুম

রোজা থেকে কী হস্তমৈথুন করা যাবে? রোজা থেকে বা রোজা না থেকে অর্থাৎ কোনো সময়ের জন্যই হস্তমৈথুন করা জায়েজ নয়।  রোজা থেকে কেউ যদি হস্তমৈথুন করে ...