বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭

মানিকগঞ্জ দরবার শরিফের তিনদিন ব্যাপি সবক মাহফিল শুরু। -এআরএইচ

মানিকগঞ্জ দরবার শরিফের তিনদিন ব্যাপি সবক মাহফিল শুরু।

গতকাল (১৫.৩.২০১৭) বাদ যোহর উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয় এবারের ছবক মাহফিল। 
১৫ তারিখ হতে শুরু হওয়া মাহফিল চলবে ১৭ মার্চ পর্যন্ত। শনিবার সকালে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে এবারের ছবক মাহফিল।



মাহফিল পরিচালনা এবং দোয়া করববেন -
অন্যতম চিকিৎসা বিজ্ঞানী পীরে কামেল ও মুকম্মেল আলহাজ্ব হযরত মাওলানা ড. মুহাম্মদ মনযুরুল ইসলাম ছিদ্দিকী। শায়েখ, তালিমে ইসলাম মানিকগঞ্জ দরবার শরিফ। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

রোজা থেকে হস্তমৈথুন করার হুকুম

রোজা থেকে কী হস্তমৈথুন করা যাবে? রোজা থেকে বা রোজা না থেকে অর্থাৎ কোনো সময়ের জন্যই হস্তমৈথুন করা জায়েজ নয়।  রোজা থেকে কেউ যদি হস্তমৈথুন করে ...