শনিবার, ১৯ আগস্ট, ২০১৭

আগষ্ট চলে যাবে সুন্নি জামাতের শোক যাবে না। -এআরএইচ

আগষ্ট চলে যাবে সুন্নি জামাতের শোক যাবে না।


২০১৪ সালের ১৯ তারিখ মঙ্গলবার দুপুরে আমি ফারুকী হুজুরকে ফোন করি ওপাশ থেকে বলা হলো হুজুর দেশের বাইরে আছেন আগামী সপ্তাহে আসবেন। কী প্রয়োজন জানতে চাইলে আমি বললাম হুজুরের কাছে মাহফিলের দাওয়াত নিয়ে যাব সেইজন্যই ফোন করেছিলাম। ওপাশ থেকে আমাকে হুজুরের বাসার ঠিকানা দেয়া হলো। এরআগে একটু বলে রাখি আমরা কয়েকজন যুবক মিলে আমাদের ঐতিহ্যবাহী 'মেহেদীবাগ' মাঠে মাহফিল করার পরিকল্পনা করেছিলাম। যার প্রধান অতিথি থাকবেন শহীদ আল্লামা নরুল ইসলাম ফারুকী (রঃ)। আমাদের হজুর আসার সাথেসাথেই হুজুরের বাসায় যাওয়ার কথা দাওয়াতের পয়গাম নিয়ে কিন্তু কমিটির সকল কাজ সমাধা না হবার কারণে আমরা যেতে পারলাম না।

২০১৪ সালের ২৭ আগষ্ট বুধবার প্রতিদিনের মতই রাতে পড়তেছিলাম। সাধারণ তখন রাতে ১১:৩০ পর্যন্ত পড়তাম। যতটুকু মনে পড়ে সেদিন পড়ার টেবিল হতে একটু আগেই উঠে গিয়েছিলাম। সামনে যেহেতু পরীক্ষা সেহেতু খুব একটা টিভি দেখতাম না। আর তখন আমি ইন্টারনেট ব্যাবহার করতাম না। ২৭ তারিখ রাতে যখন পড়ার টেবিল ছেড়ে শোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি হঠাৎ করে ফোনটা বেজে উঠল। ফোন ধরতেই ওপাশ থেকে বলা হলো ফারুকী খুন হয়েছেন। আমি স্তব্ধ হয়ে গেলাম। কিভাবে আধ ঘন্টা কেটে গেছে বলতে পারব না। এরপর শুধু বলছি আল্লাহ যেই ফারুকীর কথা বলল সে যেন আমি যাকে চিনি সে না হয় কারণ খবর দাতা ফারুকি হুজুরকে তখন ভাল করে চিনে না। সকালে উঠেই টিভি চালু করলাম মা বলল কিরে এত সকালে ঘুম থেকে উঠেই টিভি চালু করছিস? আমি কিছু বললাম না। টিভিতে স্ক্রলে ভেসে আসছিল ব্রেকিং নিউজ "জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব নুরুল ইসলাম ফারুকীকে নিজ বাসায় গলা কেটে হত্যা করা হয়েছে"। আরও ভেঙে পরলাম মনে হল সব শেষ হয়ে গেল। মনে হচ্ছিল আমার আপন কিংবা  আমার শরীরের একটি অংশ চলে গেল। সামাজিকতা পারিবারিকতা সব চিন্তা করে কাদতেঁ পারছিলাম না কিন্তু ভেতরটা যেন ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছিল। 

তিনি এমন একজন মানুষ ছিলেন যে কিনা সকল শ্রেণীর মানুষের কাছে সম্মানিত থাকতেন। রাজনৈতিক পরিচয় থাকলেও তিনি সকল লোকের নিকট গ্রহণযোগ্য ছিলেন। মিডিয়ার সুবাদে প্রতিটা মানুষের অন্তরে ছিলেন ফারুকী (রঃ)। ফারুকী হত্যার ৩ বছর হয়েগেলেও আজও তার হত্যার বিচার হয় নাই। সরকারের কাছে আবেদন তাকে যারা হত্যা করেছে তাদের গ্রেফতার করে বিচারের সম্মুখীন করুন। 

হত্যাকারীরা জানে না তারা এক ফারুকীকে হত্যা করেছে কিন্তু লক্ষ্য ফারুকী আজ বাংলার জমিনে। তারা ভুলে গেছে আল্লাহ বলেছেন "আর যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদের তোমরা মৃত বলো না তারা জীবিত কিন্তু তারা উপলব্ধি করতে পারে না। আল - কুরআন।

সুতরাং ফারুকী জীবিত তিনি আছে প্রতিটা মানুষের অন্তরে তিনি ছিলেন তিনি থাকবেন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

রোজা থেকে হস্তমৈথুন করার হুকুম

রোজা থেকে কী হস্তমৈথুন করা যাবে? রোজা থেকে বা রোজা না থেকে অর্থাৎ কোনো সময়ের জন্যই হস্তমৈথুন করা জায়েজ নয়।  রোজা থেকে কেউ যদি হস্তমৈথুন করে ...